পতেঙ্গায় বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু

0

পতেঙ্গায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে ট্যাঙ্কার বিস্ফোরণে রবিউল নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৪ জনের মৃত্যু হলো। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে ওই শ্রমিক মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, আহত রবিউলের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আহত রবিউল ঢাকায় একটি হাসপাতালে রাতে মারা গেছেন বলে শুনেছি। তবে তাদের আত্মীয়-স্বজনের মোবাইল নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছি না।

ইনকন্ট্রেড কনটেইনার ডিপোর ব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. ইয়াসিন বলেন, গুরুতর আহত তিনজনের মধ্যে রবিউল নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM