চট্টগ্রামে প্রণব মুখার্জি স্মরণে শোক বই

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্মরণে শোক বই খুলেছে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে নগরের খুলশি জাকির হোসেন রোডের ভারতীয় সহকারী হাইকমিশনে শোক বই খোলা হয়েছে। বুধবার (২ সেপ্টম্বর) ও বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর করা যাবে।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার (৩১ আগস্ট) বিকেলে মারা যান।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM