১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে লিয়াকত

সেনাবাহিনীর অবসারপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেওয়া হয়েছে হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইন্সপেক্টর লিয়াকতকে।

- Advertisement -

রোববার (৩০ আগস্ট) ১৬৪ ধারায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে স্বীকারোক্তিমূলক  জবানবন্দি দিচ্ছেন এ মামলায় প্রধান আসামি লিয়াকত। দুপুর ১২টার দিকে এ হত্যা মামলার তদন্তকারী র‌্যাবের কর্মকর্তারা লিয়াকতকে আদালতে নিয়ে আসে।

- Advertisement -google news follower

এর আগে, গত ২৬ আগস্ট সিনহা হত্যা মামলায় এপিবিএনের সদস্য আসামি মো. আব্দুল্লাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন পুলিশ সদস্য ও ৩ জন এপিবিএন সদস্য। বাকি ৩ জন পুলিশের মামলার সাক্ষী।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM