আইএমইআই পরিবর্তনের হোতা গ্রেফতার

0

৪৪টি চোরাই মোবাইলসহ মোবাইলের আইএমইআই পরিবর্তনের এক হোতা গ্রেফতার হয়েছে।

নগরীর রিয়াজুদ্দিন বাজার থেকে নাছির উদ্দিন মাহমুদ নামের এই ব্যক্তিকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জয়নিউজবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজার ৩৮নং রিজুয়ান কমপ্লেক্সের ২য় তলায় মোবাইল ভিলেজ দোকান থেকে নাছির উদ্দিন মাহমুদ (৩৮) কে গ্রেফতার করা হয়। সাথে ৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, ০১ (এক) টি ধুসর সিলভার রং এর এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ০১ (এক) টি কালো রং এর পুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ, ১৫(পনের) টি মোবাইল ফ্ল্যাশ বক্স, ৬০(ষাট) টি মোবাইলের ফ্ল্যাশ ক্যাবল, ১০(দশ) টি মোবাইলের ফ্লাশপিন, ০১ (এক)টি ডি-লিংক ইন্টারনেট সুইচ বক্স উদ্ধার করা হয়েছে।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল কিনে তার চক্র মোবাইলের আইএমইআই (IMEI) পরিবর্তন করে থাকে। তারপর রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানে বিক্রয় করে ।

গ্রেফতারকৃত নাছির উদ্দিন মাহমুদ সাতকানিয়ার আবু ছাইদ চৌধুরীর ছেলে।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM