ঘাটে বাঁধা নৌকা, জেলেপল্লীতে দুর্দিন

0

ইলিশের ভরা মৌসুমেও বৈরী আবহাওয়ার কারণে সাগরে যেতে পারছেন না জেলেরা। টানা দু’সপ্তাহ ধরে ঘাটে বাঁধা পড়ে আছে নৌকা। দীর্ঘদিন কর্মহীন থাকায় নগরের জেলেপল্লীতে চলছে দুর্দিন।

জেলেরা জানান, সাগরে মাছ ধরতে যেতে না পারায় অলসভাবে কাটছে তাদের সময়। ঘরে যতটুকু সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গেছে অনেক আগে। অভাবে অনেক জেলে দিনমজুরের কাজও করছেন।

নগরের চাক্তাই ও উত্তর কাট্টলীর রানি রাসমনি ঘাট এলাকা থেকে ছবিগুলো তোলা।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM