অনলাইনে ক্লাস করতে ডিভাইস পাবেন চবির অসচ্ছল শিক্ষার্থীরা

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরুর কথা রয়েছে। আর এ অনলাইন শিক্ষা কার্যক্রমে  অংশ নিতে অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইসও দেওয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে চবি প্রশাসন।

বিঞ্জাপ্তিতে বলা হয়, অনলাইন ক্লাসের জন্য যেসব শিক্ষার্থীর ডিভাইস কেনার আর্থিক সক্ষমতা নেই তাদের স্ব স্ব বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকের সাথে ২৯ আগস্টের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে যারা আগে নাম জমা দিয়েছেন অথবা তালিকাভূক্ত হযেছেন তাদের আর যোগাযোগের প্রয়োজন নেই।

এব্যাপারে চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জয়নিউজকে বলেন, বিভাগ থেকে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর সেটি আমারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দিবো।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM