চট্টগ্রামে আরও ৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ২৬৭

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৯৫ জনের নমুনায় ৭৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৬৬ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৭৬২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২৬৭ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ৪ জন উপজেলার বাসিন্দা। বিআইটিআইডিতে ২৮৫ জনের নমুনায় নগরের ১৬ জনের ও উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫০ জনের নমুনায় নগরের ১৬ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬ জনের নমুনায় নগরের ৫ জন ও উপজেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের করোনা পরীক্ষা করে ২ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৯১ জনের নমুনার মধ্যে নগরের ৭ জন শনাক্ত হয়েছেন। শেভরণে ৪৮ জনের নমুনায় নগরের ৮ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলায় আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ২, রাউজানের ১, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ১ জন রয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM