চট্টগ্রামের মানুষের প্রিয় মাছের একটি ‘লইট্টা’। আবার দেশের গণ্ডি পেরিয়ে সুদূর কোলকাতারও অনেক বাঙালির পছন্দের মাছ লইট্টা। কয়েকদিন ধরেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে লইট্টা। তাই এখন দেদারসে বিক্রি চলছে লইট্টা মাছ। আজ রোববার সকালে নগরের পাইকারি মাছের বাজার ফিশারিঘাট থেকে ছবিটি ক্যামেরাবন্দি করেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া