অবৈধ পার্কিং: দুই ট্রাক চালককে জরিমানা

0

নগরের কাজির দেউরী মোড়ে সড়কের উপর অবৈধভাবে ট্রাক পার্কিং করায় দুই চালককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে নুর আহমদ সড়কে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জয়নিউজকে বলেন, অভিযানকালে নগরের কাজির দেউরী মোড় হতে বিমান অফিস পর্যন্ত নুর আহমদ সড়কের উপর অবৈধভাবে পার্কিং করে রাখা ট্রাক উচ্ছেদ করা হয়। এসময় অবৈধভাবে ট্রাক পার্কিং করার অপরাধে দুটি ট্রাক ড্রাইভারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM