সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচিতে পেশাগত দায়িত্বপালনকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন।

- Advertisement -

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এক যুক্ত বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

- Advertisement -google news follower

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে একদল সন্ত্রাসী মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায়। এ সময় পেশাগতকাজে নিয়োজিত সাংবাদিকদের ওপর তারা হামলা করে।

হামলার শিকার হন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জনকণ্ঠের ফটোসাংবাদিক সাইদুল আজাদ, দৈনিক নয়াদিগন্তের ফটোসাংবাদিক আখতার হোসাইন, দৈনিক পূর্বদেশের ফটোসাংবাদিক এম হায়দার আলী, জয়নিউজের ফটোসাংবাদিক বাচ্চু বড়ুয়া, দৈনিক সাঙ্গুর ফটোসাংবাদিক জাহাঙ্গীর আলম এবং চ্যানেল আইয়ের ক্যামরাপারসনসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক।

- Advertisement -islamibank

এসময় তারা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM