অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু ২৫ আগস্ট

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) থেকে।

- Advertisement -

রোববার (২৩ আগস্ট) এ তথ্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে জেলা প্রশাসন, চট্টগ্রাম জেলার নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ থেকে দশম পর্যন্ত) শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, নগরের সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষকরা এ অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবেন। জুম প্লাটফর্মে এ অনলাইন ক্লাসসমূহ পরিচালিত হবে যা চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েব পেইজ এবং এই ফেসবুক পেইজে সরাসরি দেখা যাবে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, আগামী ২৫ আগস্ট বিকেল ৩টায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM