আলীকদমে ইউএনডিপির ত্রাণ বিতরণে বাধা, বিক্ষোভ

বান্দরবানের আলীকদমে জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে ইউএনডিপির ত্রাণ বিতরণে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিক্ষোভকারীরা ত্রাণের গাড়ি আটকে দিয়ে দফায় দফায় বিক্ষোভ করে।

- Advertisement -

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার এক হাজার ৫৫৮ পরিবারের ত্রাণের তালিকা মনগড়া বলে অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে ৩নং নয়াপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় এই অসন্তোষ দেখা দেয়।

- Advertisement -google news follower

এসময় উপস্থিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা, ইউএনডিপির ডিষ্ট্রিক্ট ম্যানেজার খুশি রায় ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

সরেজমিনে দেখা যায়, ৩নং নয়াপাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডে প্রায় ৩৫০ পরিবারের মাঝে ১৩০টি পরিবার পাহাড়ি পরিবার রয়েছে। ওই ওয়ার্ডে পাহাড়ি প্রতিটি পরিবারের নাম ত্রাণের তালিকায় থাকলেও কোনো বাঙালি পারিবারের নাম পাওয়া যায়নি। একই ভাবে ৫নং ওয়ার্ডে মাত্র ৬১ পরিবার ত্রাণ পেলেও ৪নং করুক পাতা ইউনিয়নে পাহাড়ি পরিবারগুলো ত্রাণ সুবিধা পেয়েছে। এছাড়া একই পরিবারের আট নয় জন পেলেও অনেক দুস্থ পরিবার তালিকায় বাদ পড়েছে।

- Advertisement -islamibank

বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত দিনেও ইউএনডিপি এধরণের বৈষম্যমূলক আচরণ করেছে। এবারও বাঙালি পরিবারগুলো বঞ্চিত করে ত্রাণের তালিকা করেছে।  উপজেলায়  অন্যান্য এনজিওগুলোও একই ভাবে বৈষম্যমূলক আচরণ করে আসছে।

ইউএনডিপির ডিষ্ট্রিক্ট ম্যানেজার খুশিরায় ত্রিপুরা বলেন, কর্মীদের করা তালিকায় যদি কোনো গরমিল থাকে তা সংশোধন করে দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা সঠিক তালিকা পেলে ত্রাণ বিতরণ করব।

জয়নিউজ/হাসান মাহমুদ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM