মহেশখালীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম মো. করিম। এ সময় পুলিশের ৫ সদস্য এসআই দীপক, এএসআই সনজিব, কনস্টেবল আবতাফ, মহি উদ্দীন, ইব্রাহীম আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৮টি বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

নিহত করিম ছোট মহেশখালীর জনৈক মো. ইউছুফের পুত্র।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ছোট মহেশখালীর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সড়কে ডাকাতি করে আসছিল। শনিবার ( ২৯ সেপ্টেম্বর) গভীর রাতে সড়কে ডাকাতির উদ্দেশ্যে সোনারামের পাহাড়ে সঙ্গীদের নিয়ে অবস্থান নেয়। এ খবরে পুলিশ অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করে। ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ভোরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী করিমের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত করিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/ আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM