করোনার আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২২ জনে।

এ সময়ে ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৬৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনের।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩২ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ১ জন, ৫১-৬০ বছরের ৮ জন ও ৬০ বছরের বেশি ৩০ জন।

সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৫ জন। এ সময়ে কোভিড-১৯ রোগে সিলেট ও ময়মনসিংহ বিভাগে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM