মক্কা-মদিনার দুই মসজিদে ১০ নারী নিয়োগ

এবার সৌদি আরবে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরিচালনা কমিটির উচ্চপদে স্থান পেয়েছেন ১০ জন নারী।

- Advertisement -

সম্প্রতি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, এ নিয়োগের উদ্দেশ্য হলো ‘যোগ্যতা এবং দক্ষতাসম্পন্ন সৌদি নারীর ক্ষমতায়ন’।

- Advertisement -google news follower

২০১৮ সালেও এই দুই মসজিদে ৪১জন নারী নিয়োগ দিয়েছিল সৌদি আরব। ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে নারীর কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মো. বিন সালমান, যা দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং তেলের প্রতি নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে।
দেশটির সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে সৌদি আরবে শ্রমজীবী নারীর সংখ্যা ১.০৩ মিলিয়নে পৌঁছেছে, যা মোট শ্রমশক্তির ৩৫ শতাংশ।

যুবরাজ মো. বিন সালমানের অধীনে কয়েক বছর ধরেই নারীদের গাড়িচালনার অধিকার, স্টেডিয়ামে পুরুষদের সঙ্গে খেলা দেখা, সিনেমা হল চালু বেশ কিছু তুলনামূলক উদারপন্থি উদ্যোগ নেওয়া হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM