কাপাসগোলা থেকে মুরাদপুর হেঁটে গেলেন চসিক প্রশাসক

0

নগরের খাল ও নালা-নর্দমা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি কাপাসগোলা স্কুল থেকে মুরাদপুর পর্যন্ত পায়ে হেঁটে পরিদর্শন করেন।

এসময় তিনি খাল, নালা-নর্দমায় ময়লা না ফেলার আহ্বান জানিয়ে জলজট নিরসনে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি যেখানে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেখানে দ্রুত গতিতে পানি সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এছাড়া বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের খাদ-খন্দক দ্রুত গতিতে মেরামত করার জন্য সংশিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম ও উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM