রাগবিতে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলা চট্টগ্রাম

চট্টগ্রাম জেলাকে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলা ঘোষণা করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন

- Advertisement -

জানা গেছে, বিগত জাতীয় রাগবি প্রতিযোগিতাসমূহে ঈর্ষনীয় ফলাফল ও রাগবির প্রসারে অবদান রাখায় চট্টগ্রাম জেলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা ঘোষণা করা হয়।

- Advertisement -google news follower

প্রথমবারের মতো প্রচলিত এ স্বীকৃতি অর্জন করায় চট্টগ্রাম জেলাকে এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানান বাংলাদেশ রাগবি ফেডারেশন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন (এমপি) ও সাধারণ সম্পাদক মৌসুম আলী।

বিবৃতিতে তাঁরা বলেন, রাগবি বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলাগুলোর একটি। বর্তমানে জনপ্রিয়তার বিচারে রাগবি খেলা অনেক উঁচুতে অবস্থান করছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত গত রাগবি বিশ্বকাপ ২০১৬ উপলক্ষে পৃথিবীব্যাপী যে আলোড়ন তৈরি হয়েছিল খেলাধুলার ক্ষেত্রে একমাত্র ফুটবলেই তা দেখা যায়। বিশ্বে আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপানসহ প্রায় প্রতিটি উন্নত দেশেই রাগবি অত্যন্ত জনপ্রিয়।

- Advertisement -islamibank

নেতারা আরো বলেন, বাংলাদেশেও রাগবি খেলা অত্যন্ত দ্রুত বিকশিত হচ্ছে। দেশের প্রায় প্রতিটি জেলাতে নিয়মিতভাবে রাগবি খেলার চর্চা হচ্ছে। এই পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দল সম্মানজনক ফলাফল অর্জন করেছে। শারীরিক সক্ষমতা, ফলাফল ও সার্বিক বিবেচনায় রাগবি খেলায় বাংলাদেশের অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমাদের দেশে রাগবি খেলাটি নতুন হলেও এ খেলায় চট্টগ্রাম জেলা দলের আধিপত্য রয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল সম্মানজনক স্থান অর্জন করেছে। চতুর্থ জাতীয় রাগবি লীগ ২০১৫-এ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রাগবি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় ভালো খেলেও সেনাবাহিনী দলের পেশাদারিত্বের কাছে চট্টগ্রাম জেলা দল পরাজিত হয়। গত বাংলাদেশ গেমসে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রাগবিতে রৌপ্য পদক অর্জন করে। বিগত তৃতীয় জাতীয় রাগবি লীগ ২০১৫-এ চট্টগ্রাম জেলা দল সেমিফাইনালে সেনাবাহিনী দলের কাছে পরাজিত হয়ে তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে প্রথম জাতীয় রাগবি প্রতিযোগিতা ২০১৫-তে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়।

এছাড়া প্রথম জাতীয় রাগবি লীগে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। গত চারটি জাতীয় প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা রাগবি দল টানা চারবার জাতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

বিবৃতিতে নেতারা বলেন, এ অর্জনের জন্য উৎসাহ যুগিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। রাগবি খেলার প্রসারে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন নেতৃবৃন্দ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM