নাগরিক শোকযাত্রায় জাতির পিতাকে স্মরণ

নাগরিক শোকযাত্রার মধ্যদিয়ে জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন চট্টগ্রামবাসী। চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বানে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত শোকযাত্রায় নগরের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষ অংশ নেন।

- Advertisement -

শনিবার (১৫ আগস্ট) শোকযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে দুপুর ১টায় এটি শুরু হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট পরিবেশবিদ প্রফেসর ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মোহাম্মদ ইসা, সঙ্গীতশিল্পী কাবেরী সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও শৈবাল দাশ সুমন।

এছাড়া এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. বেলাল আহমেদ, মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সিইউজের নির্বাহী সদস্য মোহররম হোসেন, সাংবাদিক ও ছড়াকার চৌধুরী আহসান খুররাম, অ্যাডভোকেট টিপু শীল জয় দেব, উইকিমিডিয়া ফাইন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার সদস্য সরোয়ার আলম, পশ্চিম ষোলশহর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হোসনে আরা পারুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী শামীমা সীমা, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ নেত্রী সাবিহা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

সমাবেশের উদ্বোধক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ জীবনাচরণে লালন করতে হবে, ধারণ করতে হবে। দুর্নীতি-অসততার বিরুদ্ধে জীবনাচারে বঙ্গবন্ধুর সততার শিক্ষাকে ধারণ করতে হবে, স্মরণ করতে হবে।

এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শিক শিক্ষার অনুধাবনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলব্ধিতে নেওয়ার আহ্বান জানান।

তিনি ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের নিন্দা জানিয়ে বলেন, মৃতের বাড়ির পাশের বাড়িতেও শোকের আবহ থাকে। সেখানে জন্মদিন উৎসব বেমানান। জাতীয় শোক দিবসে জন্মদিন পালন রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের প্রমাণ।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ১৫ আগস্ট শহীদদের সম্মান জানাতে হলে বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে হবে। দুর্নীতিবাজ লুটেরাদের রুখে দিতে হবে।

শোকযাত্রাটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM