চট্টগ্রামে জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই ৫ অক্টোবর

0

চট্টগ্রাম জেলায় জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ব দাবা নিয়ন্ত্রক সংস্থা ফিদের আন্তর্জাতিক রেটিং সুইচলীগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। এম.এ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস কনভেনশন হলে বিকাল ৩ টায় বাছাই প্রতিযোগিতা শুরু হবে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আমিন এন্ড সন্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলার সকল দাবাড়ুদের এই বাছাইয়ে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদেরকে জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের ফটোকপিসহ আগামী ৩ অক্টোবর রাত ৮ টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে উপস্থিত হয়ে ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা।

বাছাইকৃত শীর্ষ ৬ জন দাবাড়ু চলতি বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে।

 

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM