সুজনকে সব ধরনের সহযোগিতা করবেন মেয়র নাছির

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সদ্য নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চসিকের বাজেট অধিবেশন ও সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

মেয়র নাছির বলেন, আমরা দু’জন সমবয়সি। দু’জন একসঙ্গে শিক্ষাজীবন ও রাজনৈতিক জীবন পার করেছি। নগর আওয়ামী লীগের আমার কমিটিতে উনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি প্রশাসক নিযুক্ত হওয়ায় আমার কাছে খুব ভালো লাগছে। প্রশাসক হওয়ার পর আমার কাছে সহযোগিতা চেয়েছেন। আমিও বলেছি বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে সব ধরনের সহযোগিতা করবো।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM