সমাবেশের অনুমতি পেল বিএনপি

0

অবশেষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। তবে ২২ শর্তে রোববার (৩০ সেপ্টেম্বর) এই সমাবেশ করতে পারবে তারা।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এরপরই দলটিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।

গত ২৭ সেপ্টেম্বর এই সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ২৮ সেপ্টেম্বর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মসূচির কথা জানিয়ে সমাবেশ পেছানোর অনুরোধ করে পুলিশ। পরে বিএনপি সমাবেশ পিছিয়ে ২৯ সেপ্টেম্বর অনুমতি চায়। এদিন রাজধানীতে ১৪ দলের কর্মিসভা থাকায় আর পুলিশ অনুমতি না দেওয়ায় বিএনপি সমাবেশ একদিন পেছানোর কথা জানায়।

রোববারে সমাবেশের অনুমতি চেয়ে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, দলের জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে যান।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM