নামাজ শেষে পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশব্যাপী চলছে পবিত্র ঈদুল আজহা। এদিকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত পৌনে আটটায় অনুষ্ঠিত হয়।

- Advertisement -

জামাত শেষে বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে।

- Advertisement -google news follower

শনিবার (১ আগস্ট)  ভোরে ঘুম থেকে উঠে পশুকে কোরবানি করার জন্য গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে। এছাড়া নিজেরাও গোসল করে জামা-কাপড় পরিধান করে এবং আঁতর সুগন্ধি মেখে নামাজ আদায়ের জন্য মসজিদের ছুটে যান। স্বাস্থ্যবিধি বজায় রেখে নির্দিষ্ট দূরত্বে বসে এবং মাস্ক পরিধান করে মুসল্লিরা নামাজের জন্য মসজিদের সামনে অপেক্ষা করতে দেখা করতে দেখা যায়।

ইমামরা নামাজে খুতবা পড়ার সময় কিভাবে কোরবানি করতে হবে, কোরবানির মাংস কিভাবে বিতরণ করতে হবে ইত্যাদি সম্পর্কে বয়ান করেন। এছাড়াও মহামারি করোনাভাইরাস ও চলমান বন্যা থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। নামাজ আদায় শেষে আল্লাহর কাছে দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM