শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে মোদির ঈদের শুভেচ্ছা

কোরবানির ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ জুলাই ) মোদি এই শুভেচ্ছা বার্তা পাঠান।

- Advertisement -

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ‘এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে। আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।’

- Advertisement -google news follower

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয়। এই উৎসব দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।’

করোনার বিরুদ্ধে দুই দেশেরই ‘লড়াই’ প্রসঙ্গে শেখ হাসিনাকে মোদি বলেন, ‘আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।’

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে উঠবে। স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোসহ যেকোনো উপায়ে আপনাদের প্রচেষ্টায় সহায়তা করার জন্য প্রস্তুত আছি।’ ঈদ উপলক্ষে বাংলাদেশের জনগণের সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করেন মোদি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM