করোনার দ্বিতীয় ঝড়ে বেশি ঝুঁকিতে কম বয়সীরা

করোনার দ্বিতীয় ধাপে সংক্রমিত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে অল্প বয়সীরাও। আর এ বছরের শীতে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রথমবারের তুলনায় ভিন্ন ধাঁচের হতে পারে।

- Advertisement -

বিশেষজ্ঞরা মনে করছেন, স্পেনসহ অন্যান্য দেশগুলোতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ আসন্ন। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ শুরু হলে অল্প বয়সীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং করোনা এবার ভিন্নভাবে ধরা দিতে পারে।

- Advertisement -google news follower

গবেষক প্রফেসর কিরবি বলেছেন, ইউরোপে এখন পর্যন্ত করোনাভাইরাসের ব্যাপারে কতটা জানা গেছে, সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা দরকার। দ্বিতীয়বারের করোনাঝড়ে ভাইরাসটি যেহেতু অনেকটাই জিনগতভাবে বদলে যাবে, সে কারণে কম বয়সীরা বেশি ঝুঁকিতে পড়তে পারে।

এখন পর্যন্ত বয়স্করা করোনাভাইরাসে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যাদের শারীরিক অবস্থা অপেক্ষাকৃত দুর্বল, তারাও ঝুঁকিতে পড়েছেন।

- Advertisement -islamibank

এর আগে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে ৫০ মিলিয়ন মানুষ মারা গেছে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM