কাস্টম হাউসে আনসারের সঙ্গে কম্পিউটার অপারেটরের ধাক্কাধাক্কি

চট্টগ্রাম কাস্টম হাউসে ঢোকাকে কেন্দ্র করে কম্পিউটার অপারেটর সফিউল আলম সঙ্গে কাস্টম হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ আনসার সদস্যের সঙ্গে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

- Advertisement -

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে বলে জয়নিউজকে জানান কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রশাসন) মাহবুবুর রহমান।

- Advertisement -google news follower

তিনি বলেন, কম্পিউটার অপারেটর সফিউল আলম প্রতিদিনের মতো কাস্টম হাউসে ঢুকতে চাইলে আইডি কার্ড দেখতে চান অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এসময় কম্পিউটার অপারেটর সফিউল আলমের আইডি কার্ড অফিসে রেখে আসছে বললে তাতে বাঁধা দেন আনসাররা। এ নিয়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, অভিযুক্ত আনসারদের ক্লোজড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM