ওষুধের দাম কমাতে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

0

করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। তেমনি গতকাল শুক্রবারও করোনাভাইরাসে আক্রান্ত এক হাজারের বেশি রোগী মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে ওষুধের দাম কমানোর লক্ষ্যে চারটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৪ জুলাই) ট্রাম্প হোয়াইট হাউজে এই নির্বাহী আদেশগুলোতে তিনি সই করেন।

এদিকে বিশ্লেষকরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ট্রাম্প নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়াতেই মার্কিনিদের হাতে কম দামে প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, চারটি আদেশে আমি আজ স্বাক্ষর করছি যেটা প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের বাজারকে সম্পূর্ণরূপে পুনর্গঠনে সহায়তা করবে। ট্রাম্পের এই নির্বাহী আদেশগুলোর কারণে যুক্তরাষ্ট্রে ওষুধের দামে ছাড় পাওয়া যাবে। পাশপাশি সস্তায় বিদেশ থেকেও ওষুধ আমদানি করা যাবে।

তবে ওষুধের দাম কমানোর জন্য ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতা করে অনেকেই বলছেন, এতে যুক্তরাষ্ট্রে তেমন একটা প্রভাব পড়বে না।

জয়নিউজ/বিআর
আরও পড়ুন
লোড হচ্ছে...
×