মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস করে কোটিপতি দুই ভাই

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

- Advertisement -

সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই বারবার ফাঁস হয়েছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রেসের মেশিনম্যান সালাম এবং তার খালাতো ভাই জসীম এ দুজন মিলে দেশব্যাপী গড়ে তুলেছিলেন এক চক্র।

- Advertisement -google news follower

যে চক্রের মাধ্যমে কয়েকশত শিক্ষার্থী টাকার জোরে ভর্তি হয়েছে মেডিকেল কলেজগুলোয়। দীর্ঘ দিনের অনুসন্ধানে পুরো চক্রটিকে চিহ্নিত  করেছেন  সিআইডি তদন্তকারী দল।

সিআইডির সাইবার পুলিশের হাতে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন মাস্টারমাইন্ড জসিম উদ্দিন ভূইয়াসহ চক্রের ৪ সদস্য।

- Advertisement -islamibank

অধিদপ্তরের ক্ষমতাবান কর্তাদের মদদে প্রেস থেকে বহু বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতেন মেশিনম্যান আবদুস সালাম। তার খালাতো ভাই জসিমের কাজ ছিল সারা দেশে ফাঁসকৃত প্রশ্ন ছড়িয়ে দেওয়া। এ জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক ছিল তার। দেশব্যাপি চক্রটির প্রায় অর্ধশত সহযোগির খোঁজ পাওয়া গেছে।

আর প্রশ্নপত্র ফাঁস করেই দুই ভাই কোটি কোটি টাকা কামিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সিআইডি।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM