ডা. ফয়সলকে হত্যার হুমকির ঘটনায় বিএমএর ক্ষোভ

0

ডা. ফয়সল ইকবালকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন পেশাজীবী চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

মঙ্গলবার (২১ জুলাই) বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জামাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমে এক বিবৃতি পাঠান।

বিবৃতিতে বলা হয়, ‘গত ১৮ জুলাই আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় কতিপয় দুর্বৃত্তরা মােটরসাইকেল যােগে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মাে. ফয়সল ইকবাল চৌধুরীর চট্টগ্রামস্থ বাসভবনের সামনে গিয়ে হত্যার হুমকি দেওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।’

বিএমএ নেতৃবৃন্দ অনতিবিলম্বে দোষীদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটন ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানায়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM