খালের পানিতে যাত্রীবাহী বাস, নিখোঁজ ২১

0

সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় এখনো ২১ যাত্রী নিখোঁজ রয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। পথে দুর্ঘটনার পর চারজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেওয়ার কথা রয়েছে।

জয়নিউজ/পিডি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM