রাউজানে ১৯ ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ বিতরণ

রাউজানে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ১৯ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ১২ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ হলে একটি বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয় ।

- Advertisement -google news follower

একটি বাড়ি আমার খামার ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক উপজেলা শাখার ম্যানেজার সুমিত বড়ুয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেপায়েত উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান খান, চেয়ারম্যান দিদারুল আলম, আবদুর রহমান চৌধুরী ও প্রিয়তোষ চৌধুরী ।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ১৯ জন ক্ষুদ্র উদ্যোক্তাের মধ্যে পাঁচজনকে ৫০ হাজার করে ২ লাখ ৫০ হাজার টাকা, ১৪ জনকে ৭০ হাজার টাকা করে ৯ লাখ ৮০ হাজার টাকাসহ মোট ১২ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM