চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ও সুস্থতা নেই, আছে শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৫০ জনের নমুনায় আরও ১৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০৮ জন নগরের ও ৫১ জন বিভিন্ন উপজেলার। একইসময়ে কোনো মৃত্যু ও সুস্থতা নেই চট্টগ্রামে।

এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৪৮৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২২০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮৭ জন। শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৮ জন ও বিভিন্ন উপজেলার ২২ জন।

বিআইটিআইডিতে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩৯ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জনের দেহে করোনার জীবাণু মিলেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে করোনা মিলেছে। এর মধ্যে নগরের ১৩ জন ও উপজেলার ৬ জন আছেন।

শেভরণ ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৮ জন নগরের ও ৭ জন উপজেলার।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ৪ জন, সাতকানিয়ার ২, আনোয়ারার ১, পটিয়ার ৮, বোয়ালখালীর ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ১৭, মিরসরাইয়ের ৩, সন্দ্বীপের ২ ও সীতাকুণ্ডের ৩ জন রয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM