তদন্ত প্রতিবেদন দেখেই অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন করা হবে: তথ্যমন্ত্রী

0

তদন্তে নেগেটিভ রিপোর্ট আসা অনলাইন নিউজ পোর্টালগুলো প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছি অনলাইনগুলোর ব্যাপারে। একটি সংস্থার পক্ষ থেকে প্রায় এক হাজার ৭০০-এর মতো তদন্ত প্রতিবেদন পেয়েছি। আরেকটি সংস্থা থেকে ১০০-এর মতো তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। এই মাসের মধ্যে আরও দেড়শ কিংবা এর চেয়ে বেশি তদন্ত প্রতিবেদন পাব। সেই তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমরা এই মাসেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু করব।

তিনি আরো বলেন, যেসব অনলাইনের ব্যাপারে নেগেটিভ প্রতিবেদন এসেছে সেগুলো আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করব। আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেবো, প্রয়োজনে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM