দামপাড়ায় পাহাড় কাটায় ৮ লাখ টাকা জরিমানা

নগরের দামপাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে একজনকে ৮ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। জরিমানার আদেশপ্রাপ্ত মো. নুরুল আজিম লালখান বাজার হাইলেভেল রোডের বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জুলাই) অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ আদেশ দেন।

- Advertisement -google news follower

পরিবেশ অধিদফতরের মহানগর পরিচালক নূরুল্লাহ নূরী বলেন, দামপাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে একজনকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামি সাতদিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাহাড়ের কর্তিত অংশ আগের অবস্থায় ফেরত আনা এবং সেখানে পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১২ জুলাই দামপাড়া এলাকায় ম্যানোলা পাহাড় কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পরিবেশ অধিদফতরের টিম। এ সময় নুরুল আজিমের কর্মচারী জহির উদ্দিনকে (২৩) আটক পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসি তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM