শীতে দ্বিগুণ গতিতে আঘাত হানতে পারে করোনা

0

আসছে শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় কেবল যুক্তরাজ্যেই এক লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্ভাব্য এ পরিণতির কথা বিবেচনা করে  বিশেষজ্ঞরা একটি মডেল তৈরি করেছেন।

তাতে বলা হচ্ছে, কেবল বিট্রেনের হাসপাতালেই ২৪ হাজার পাঁচশ থেকে দুই লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে। আর ব্রিটেনে সর্বোচ্চ মৃত্যু হতে পারে ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

প্রথমবারের সংক্রমণে এখন পর্যন্ত ব্রিটেনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৯০ হাজার একশ ৩৩ জন এবং মারা গেছে ৪৪ হাজার আটশ ৩০ জন।  যা আসছে শীতে দ্বিগুণ হারে বেড়ে যেতে পারে।

ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স এই মডেলে জোর দিয়ে বলেছেন, শীতে করোনাভাইরাস মহামারি কিভাবে ছড়িয়ে যেতে পারে তা নিয়ে এখনো অনেক বেশি অনিশ্চয়তা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শীতল পরিবেশে ভাইরাস আরো দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে এবং আরো বেশি সংক্রমণ ঘটাতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এরই মধ্যে করোনার টিকা চলে আসলে কিংবা কড়া পদক্ষেপ নিতে পারলে আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস করা সম্ভব।

জয়নিউজ/পিডি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM