অধ্যক্ষ কল্যান নাথের পিতার পরলোকগমন

0

হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কল্যান নাথের পিতা নগরের হাজারী লেইনের ব্যবসায়ী আশুতোষ নাথ (৮৫) মৃত্যুবরণ করেছে।

সোমবার (১৩ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে নগরের জামালখানের বাসাতে মারা যান তিনি।

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি নাতনি ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে ব্যবসায়ী আশুতোষ নাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহনেওয়াজ চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM