সিএমপি উপ-কমিশনারের প্রাণও কেড়ে নিল করোনা

0

করোনায় আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মিজানুর রহমান মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

করোনা আক্রান্ত সিএমপির নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মিজানুর রহমানকে গত ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

এদিকে মিজানুর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জয়নিউজ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM