চমেক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের শুরু। শেষ খবর পাওয়া পর্যন্ত চমেকের চারপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া সংঘর্ষের বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চমেক ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষ হয়েছে। এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। একটি পক্ষ মেডিকেল গোল চত্বরে আর অপরপক্ষ মেডিকেলের বাইরে অবস্থান করছে।

জানা যায়, রোববার সকালে চমেক হাসপাতালে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল পরিদর্শনে যান। তিনি মেডিকেল থেকে বের হওয়ার পর এ সংঘর্ষ শুরু হয়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM