রোয়াংছড়িতে গোলাগুলিতে এক নারী নিহত, শিশু গুলিবিদ্ধ

0

বান্দরবানের রোয়াংছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বন্দুক যুদ্ধে শান্তিলতা তঞ্চঙ্গ্যা (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়া গুলিবিদ্ধ হয়েছে নিহতের শিশুপুত্র অঞ্জুন কোয়েল তঞ্চঙ্গ্যা (৪)।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শান্তিলতা অংগ্যাপাড়ার রাঙ্গানিয়া তঞ্চঙ্গ্যার স্ত্রী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে অংগ্যাপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি মূল (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র ক্যাডাররা অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে স্থানীয় এক নারীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় নিহতের শিশুপুত্রও।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির জয়নিউজকে বলেন, গোলাগুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে নিহতের শিশুপুত্রও। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সদর উপজেলার বাঘমারার ৭ জুলাই অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় জেএসএস এমএন লারমা (সংস্কার) গ্রুপের শীর্ষ নেতাসহ ছয়জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় আরও ৩ জন।

জয়নিউজ/আলাউদ্দীন/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM