একসঙ্গে ৩ সন্তান প্রসব!

0

বান্দরবানের হিলভিউ হাসপাতালে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন রূপালী তঞ্চঙ্গ্যা নামে এক নারী। রূপালীর বাড়ি বান্দরবানের মেঘলার দাঁতভাঙ্গা পাড়ায় বলে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে স্বাভাবিক অবস্থায় এ তিন ছেলেসন্তান জন্ম দেন তিনি।

হাসপাতালে দায়িত্বরত ডা. চিম্রা সাং মার্মা জয়নিউজকে বলেন, স্বাভাবিক (নরমাল ডেলিভারি) অবস্থায় পরপর জন্ম নেওয়া সন্তান তিনটি এবং তাঁদের মা বর্তমানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন।

রূপালী তঞ্চঙ্গ্যা জয়নিউজকে বলেন, ভগবান আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দান করেছেন। আমি ভীষণ খুশি হয়েছি। আমার সন্তানদের জন্য সবার কাছে আশীর্বাদ প্রার্থনা কামনা করছি।

জয়নিউজ/বাচ্চু/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM