বিনিয়োগকারীদের জন্য লাল গালিচা পেতে রেখেছে ভারত

করোনার জেরে ধাক্কা খেয়েছে দুনিয়ার অর্থনীতি। ভারতও ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে ভারতে বিদেশি বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিনিয়োগকারীদের জন্য লাল গালিচা পেতে রেখেছেন বলে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

- Advertisement -

ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর মঞ্চে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে মোদি বলেন, আমার সরকার আপনাদের জন্য রেড কার্পেট পেতে রাখছে। ভারতে এসে বিনিয়োগ করুন।

- Advertisement -google news follower

করোনা মহামারি থেকে বিশ্বকে পুনরুদ্ধারের কাহিনীতে অগ্রণী ভূমিকা পালন করবে ভারত। করোনায় লকডাউনে ঢিমেতালে চলতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগকারীদের উদ্দেশে মোদির এই বার্তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

বিনিয়োগকারীদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে মুক্ত অর্থনীতির মধ্যে ভারত অন্যতম। আমার সরকার আপনাদের জন্য রেড কার্পেট পেতে দিচ্ছে। আপনারা ভারতে এসে বিনিয়োগ করুন। খুব কম সংখ্যক দেশই এমন সুযোগ দেবে, যা ভারত আজ দিচ্ছে।

- Advertisement -islamibank

মোদি বলেন, ভারতে বিভিন্ন ক্ষেত্রে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। কৃষিক্ষেত্রে সংস্কারের ফলে বিনিয়োগকারীদের কাছে দুর্দান্ত সুযোগ রয়েছে।

করোনায় লকডাউন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে। ইতোমধ্যে সেই দিশা পরিলক্ষিত হচ্ছে। এ সময় এমএসএমই সেক্টর, প্রতিরক্ষা সেক্টর, মহাকাশে বেসরকারি বিনিয়োগের সুবিধার কথাও উল্লেখ করেন মোদি।

এছাড়া দেশের ফার্মা সেক্টরের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সম্পদ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM