স্বপ্নীলে বাসি খাবার বিক্রির অপরাধে জরিমানা

0

নগরের কোতোয়ালীর বৌদ্ধ মন্দির এলাকার স্বপ্নীল রেস্টুরেন্টকে বাসি খাবার ও মেয়াদবিহীন খাবার বিক্রির অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি জয়নিউজকে বলেন, আজ বেলা ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নন্দনকানন এলাকার বৌদ্ধ মন্দির রোডে স্বপ্নীল রেস্টুরেন্টকে আগের দিন রান্না করা বাসি পোলাও, সাদা ভাত, পরোটা, মুরগির মাংস ও মেয়াদবিহীন দই বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রেস্টুরেন্টে আগত ক্রেতাসাধারণ ও মালিকপক্ষকে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে সচেতন করা হয়।

ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসনের এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM