হালদায় মৃত কাতাল মাছ উদ্ধার

0

হালদা নদী থেকে ৮ কেজি ৭ শত গ্রাম ওজনের একটি কাতলা মাছ মৃত অবস্থায় নদীর পানিতে ভেসে উঠেছে।

বুধবার (৮ জুলাই) সকালে রাউজানের দক্ষিণ গহিরা আজিম হাবিলদার বাড়ির মাসুদ রানা নামের এক যুবক দেখতে পেয়ে নদী থেকে মৃত মাছটি উদ্ধার করে।

পরে মাসুদ রানা বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জোনায়েদ কবির সোহাগকে জানায়। ইউএনও ও উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর গিয়ে উদ্ধার হওয়া কাতলা মাছটি হালদা নদীর তীরে মাটি খনন করে চাপা দেন।

ইউএনও জোনায়েদ কবির জয়নিউজকে বলেন, হালদা নদীতে প্রতিনিয়ত মা মাছ ও জীব বৈচিত্র রক্ষায় নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল বন্ধ রয়েছে। তবে কাতলা মাছটি কি কারণে মারা গেছে তা বলা যাচ্ছেনা।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM