হার্ড ইমিউনিটি এখনো অনেকদূর

মাত্র ৫ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে বলে স্পেনে এক গবেষণায় দেখা গেছে। বড় পরিসরে করা এ গবেষণার পর কথিত হার্ড ইমিউনিটি অর্জন আদৌ সম্ভব কি না সে প্রশ্ন আবারও জোরদার হয়েছে।

- Advertisement -

সোমবার (৭ জুলাই) বিখ্যাত চিকিৎসা বিষয়ক জার্নাল লেনসেটে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে স্পেনের পরিস্থিতি তুলে ধরা হয়। এতে দেখানো হয়, দেশটির ৯৫ শতাংশ নাগরিক এখনও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এবং তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। অর্থাৎ তাদের শরীরে ভাইরাসটি প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়নি।

- Advertisement -google news follower

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে অন্যতম ভুক্তভোগী দেশ স্পেন। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।

এখানে হার্ড ইমিউনিটি অর্জন তখনই সম্ভব হয় যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ায় একটি জনগোষ্ঠীর বড় অংশ আক্রান্ত হওয়ার মাধ্যমে গণ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। এছাড়া গণহারে ভ্যাকসিন প্রয়োগ করেও হার্ড ইমিউনিটি অর্জন করা হয়।

- Advertisement -islamibank

করোনাভাইরাসের এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। ফলে প্রাকৃতিক সংক্রমণের মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জনের পথে হাঁটছে কিছু কিছু দেশ। তবে দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি থাকার কারণে কেউ আবার সংক্রামিত হতে পারে কি না বা এটি কতক্ষণ ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দিতে পারে তা এখনও পরিষ্কার নয়।

দ্য ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্পেনের ওই গবেষণাটি সম্পর্কে জানায়, দেশব্যাপী ৬১ হাজার নমুনা সংগ্রহ করে এ গবেষণাটি করা হয়। এটি এ বিষয়ে এখন পর্যন্ত ইউরোপে সর্ববৃহৎ গবেষণা।
দুই প্রধান গবেষক ইসাবেলা একেরলে ও বেঞ্জামিন মেয়ের বলেন, গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে আমরা বলতে পারি, প্রাকৃতিক সংক্রমণের মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জনের চেষ্টা শুধুমাত্র উচ্চমাত্রায় অনৈতিকই নয় বরং এটি অর্জনযোগ্যও নয়।

গবেষণাটির অন্যতম গবেষক মারিনা পল্যান বলেন, কিছু বিশেষজ্ঞ ঠিক করেছেন কোনো জনগোষ্ঠীর প্রায় ৬০ শতাংশ সেরোপ্রেভ্যালেন্স নিশ্চিত হলে হার্ড ইমিউনিটি অর্জন হয়েছে বলা যেতে পারে। তবে আমরা এ সংখ্যা থেকে এখনও অনেক দূরে।

সূত্র: সিএনএন

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM