নগরজুড়ে ৫০ হাজার গাছ লাগাবে চসিক

0

নগরের ৪১টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আওতায় ৫০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার (৫ জুলাই) সকালে মিউনিসিপাল সিটি করপোরেশন মডেল হাই স্কুল মাঠে আম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় মেয়র শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন।

উদ্বোধনকালে সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী, স্থপতি আবদুল্লাহ আল ওমর, মিউনিসিপাল হাই স্কুল প্রধান শিক্ষক শাহেদুল কবির, আহমদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এসএম মামুনুর রশীদসহ স্থানীয় হকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM