গোল্ডেন সিটি লিও ক্লাবের কমিটি গঠন

0

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের তালিকাভুক্ত লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি ক্লাবের ২০২০-২১ লিও সেবাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে লিও শাকিল মো. ইমন সভাপতি,  লিও আশিকুর রহমান (আরেফিন) সেক্রেটারি এবং লিও মাহি বিন জামানকে ট্রেজেরার নির্বাচিত করা হয়।

সম্প্রতি এক ভার্চুয়াল সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন লিও ক্লাব এডভাইজার লায়ন মো. শওকত আলী চৌধুরী এমজেএফ।

ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন কো-এডভাইজার লায়ন আফরোজা বেগম, লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইকবাল হোসেন এমজেএফ, নবনির্বাচিত লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট প্রকৌশলী ওমর ফারুক মুন্না।

সভা পরিচালনা করেন সদ্যবিদায়ী গোল্ডেন সিটি লিও ক্লাব সভাপতি লিও মো. মাঈনুল হাসান রিয়াদ।

জয়নিউজ/বিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×