চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে আরো ৪১ জন পাস, জিপিএ-৫ পেল ৬৪ জন

0

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে আরো ৪১ জন পাস এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো ৬৪ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (৩০ জুন) পুনঃনিরীক্ষণের এ ফলাফল ঘোষণা করা হয়।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জয়নিউজকে বলেন, ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন যাচাই-বাছাইয়ের পর ৬০৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মোট ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্রের মধ্যে নাম্বার পরিবর্তন হয়েছে এক হাজার ২৩৫টি।

তিনি আরো বলেন, অকৃতকার্য থেকে পাস করেছে ৪১ জন। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৬৩জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৪১৯জন। অকৃতকার্যদের মধ্যে থেকে জিপিএ ৫ পেয়েছে ১ জন।
প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে গড় পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী মোট ৫২ হাজার ২৪৬ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।

এই বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯হাজার ০৮ জন। পুনঃনিরীক্ষণের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭২ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM