ট্রাম্পকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করল ইরান

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ইরান। শুধু ট্রাম্পই নয়, চলতি বছরের শুরুতে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অভিযোগ এনে আরও কয়েকজনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে দেশটি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত ৩ জুন ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। শীর্ষস্থানীয় এই সামরিক নেতার হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দেয় ইরান। এমনটি এ ঘটনার কিছুদিন পরে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় দেশটি।

ইরানের রাজধানী তেহরানের আদালতের এক আইনজীবীর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ জানায়, সোলাইমানি হত্যাকাণ্ডের অভিযোগে ট্রাম্পসহ আরও ৩০’এর বেশি জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ছাড়া আর কারো নাম উল্লেখ করেননি তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM