জব্দকৃত কারেন্ট জাল পুড়ল ইউএনও

জব্দকৃত দু’হাজার মিটার কারেন্ট জাল ও এক হাজার মিটার সুতার জাল পোড়ালেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

- Advertisement -

রোববার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে কাপ্তাই লেক থেকে জব্দ করা এসব কারেন্ট জাল পোড়ানো হয়।

- Advertisement -google news follower

জানা গেছে, অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কাপ্তাই নৌ-পুলিশ কারেন্ট জালগুলো আটক করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌ-পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফফার, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ২৩ জুন কাপ্তাই লেকে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কাপ্তাই নৌ-পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্সসহ ২ হাজার মিটার কারেন্ট জাল, ১ হাজার মিটার সুতার জাল এবং দুটি নৌকা আটক করেন।

এবিষয়ে কাপ্তাই থানায় মৎস্য আইনে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

জয়নিউজ/নজরুল/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM