শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমএ সালামের

0

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।

শুক্রবার (২৬ জুন) চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার এমএ সালামকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

চমেক সূত্র জানায়, এমএ সালামকে চমেক হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি।

নগর আওয়ামী লীগের এক নেতা জয়নিউজকে জানান, এমএ সালামের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। শ্বাস নিতে তাঁর কষ্ট হচ্ছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM