নগরে আরও ২১২ করোনা শনাক্ত, উপজেলায় ৩৪

চট্টগ্রামে ১ হাজার ৯৩ জনের নমুনায় আরও ২৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে ২১২ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় নগরে ৫ জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

গত ২৪ ঘন্টার তথ্য শুক্রবার (২৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে জানান।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২ জন নগরের ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

- Advertisement -islamibank

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জন ও বিভিন্ন উপজেলার ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭৮ জন নগরের ও ৫ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫৯ জন ও উপজেলার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে ৫৮ জন নগরের ও চারজন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে একটিতে করোনার জীবাণু মিলেছে।

উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৪, বাঁশখালীর ১, আনোয়ারার ৩, চন্দনাইশের ৫, পটিয়ার ২, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১, ফটিকছড়ির ১, হাটহাজারীতে ৮, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭ হাজার ৪৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ১৬০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ জন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০৮ জন করোনা রোগী।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM